প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামে অবিনাশ মন্ডল বাড়ী সামনে ওয়াপদার বেড়িবাঁধ হুমকির মুখে। গত শনিবার দিবাগত রাতে হটাৎ ৭০/৮০ ফুট রাস্তা ধস নেমে বড় ধরনের ছিদ্র হয়েছে।
নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় এটি ভেঙে নদীর গর্ভে বিলীন হওয়া সম্ভবনা দেখা দিয়েছে। যার ফলে এ জনপদে আতংক বিরাজ করছে। বেড়িবাঁধটি এই মুহুর্তে সংস্কার করা না হলে কয়েকটি গ্রাম নদী জোয়ারের পানি প্রবেশ করে মিষ্টি পানির পুকুর হাজার হাজার চিংড়ির ঘের কৃষি জমি কাঁচা ঘরবাড়ি তলিয়ে যাবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বছরে দুই একবার এই উপকুলীয় বেড়িবাঁধ বিভিন্ন স্থান ভেঙে যায়, পানি উন্নয়ন বোর্ড মাঝে মাঝে জিআই বস্তা বালি দিয়ে সংস্কার করে। এখন আমবশ্য জোয়ার হওয়ায় পানি বৃদ্ধি হয়ে হটাৎ করে ভাঙতে শুরু করেছে।
শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড এস ও প্রিন্স রেজা কাছে জানতে চাইলে তিনি জানান, জরুরী ভিত্তিতে বালি ও জিআই বস্তা দিয়ে কাজ চলছে।বাজেট আসলে ভালভাবে রাস্তা ঠিক করব। উদ্বোধন কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসীসহ সুশীল সমাজ ।