মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
 

শ্যামনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কদমতলা গ্রামের মৃত বিশে গাজীর পুত্র, সিরাজুল ইসলামের , দুর্নীতি অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে ও গ্রেপ্তার দাবীতেএলাকাবাসীর মানববন্ধন। 

সোমবার বেলা ১১ টায় হরিনগর বাজার মোটরসাইকেল স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন- ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন গাজী, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসিদুর রহমান বাবু, বিশিষ্ট সমাজ সেবক রাজ্জাক সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় পদ পদবী ব্যবহার করে সাতক্ষীরা চার আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের ছত্রছায়ায় বেপরোয়া চাঁদাবাজি এবং অর্থ বাণিজ্যে মেতে ওঠেন।জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে এমপি কোটায় প্রাপ্ত পানি সংরক্ষণের জন্য সরকারি ট্যাংকি সরকার নির্ধারিত জামানাতের বাইরে কয়েক গুণ বেশি টাকা আদায় করে ও তাদেরকে কোন ট্যাংকি সরবরাহ করেন নাই। 

দুস্থ অসহায় গৃহহীন পরিবারদের দেওয়ার জন্য সরকারি পাকা ঘর (বিল্ডিং ) এর বরাদ্দ পাইয়ে দেওয়ার চুক্তিতে ৪০/৫০ হাজার টাকা হারে প্রায় ১০ থেকে ২০ জনের সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। ২৮ নং দক্ষিণ কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের আশ্বাসে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্বকালিনগর গ্রামের, শ্যাম দুলাল মিস্ত্রীর ছেলে, সোমনাথ মিস্ত্রীর নিকট হইতে তিন লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করে তাকে কোন চাকরি না দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছ।

এছাড়া নিজেকে প্রভাব খাটিয়ে বন বিভাগের নিকটে অন্যায় ভাবে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারকতা প্রকাশ করলে বন বিভাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদ পত্রিকায় প্রকাশের মাধ্যমে তার লালসার শিকার হন বনবিভাবসহ নিরীহ জেলে বাউয়লীরা। এর পর এলাকা থেকে পরিবারসহ আত্মগোপনে থাকার পরও মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে তাহার চাঁদাবাজি কার্যক্রম অব্যাহত রাখিয়াছে সে কারণে সরেজমিনে তদন্ত-পূর্বক উক্ত চাঁদাবাজ সন্ত্রাসী সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পূরনের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভুগী সহ মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে বাউল ও ইউনিয়নবাসী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft