মঙ্গলবার ১৩ মে ২০২৫ ২৯ বৈশাখ ১৪৩২
 

তালতলীর লাউপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে জমির মালিকানা ও মাছের ঘের লুটপাট নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সংঘটিত পরিকল্পিত হামলায় গুরুতর আহত হয়েছেন দুইজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরহুম আব্দুল জলিলের পুত্র নুরুল ইসলামের মালিকানাধীন প্রায় ২০ একর জমিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে ঘেরের মাছ লুটের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী সেন্টু খা, হানিফ মোল্লা, সোবাহান এবং মমিন গং।

হামলার বিষয়ে আহত নুরুল ইসলামের স্ত্রী তন্নী আক্তার বলেন, “আমরা শুধু আমাদের স্বামী ও আমাদের ক্রয় কৃত সম্পত্তিটা চাই। বারবার হামলা, মামলা আর হাসপাতালে যেতে যেতে আমরা ক্লান্ত। এবার আমার স্বামীকে মাইরা ফালাইতেই চেয়েছিল।”

সংবাদ পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে ঘিরে কুপিয়ে মারাত্মক জখম করে। তার আর্তচিৎকার শুনে পাশে থাকা পারভেজ ডিলার (কাঞ্চন আলী ডিলারের পুত্র) এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতদের পরিবার দাবি করেছেন, এটি নিছক একটি বিরোধ নয়—২০২১ সালেও তাদের বাড়িতে একই চক্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় মৎস্য মাস লুটপাট করে করে। এবারের হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও হত্যার উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয়রা বলেন, “নুর ইসলাম শান্ত মানুষ। সে কারো জমি দখল করে না। বরং তার জমিতে বারবার হামলা হয়। প্রশাসনের উচিত এবার শক্ত পদক্ষেপ নেওয়া।”

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft