সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
 

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সব প্রস্তুতি শেষ করে নতুন দাম নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি। তবে দাম বাড়ানো এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানো হবে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৭৫ থেকে বেড়ে ১৮৯ টাকা দাঁড়াবে।

তবে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম নির্ধারণ করলেও এ বিষয়ে এখনো বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওইদিন ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসানের সই করা ওই চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আগামী ১৫ এপ্রিল দুপুর ১২টায় একটি সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের এতে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক সফিউল আথহার তাসলিম গণমাধ্যমকে বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবনা দেয়া হয়েছে। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft