প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান। আজ রোববার (১৩ এপ্রিল) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মাঝারি মানের একটি ভূমিকম্প আঘাত হানে। পরে দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়াতেও ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার গভীরতা ছিল ভূমি থেকে ১২ মিটার গভীরে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়ে, মধ্য মিয়ানমারের শহর মেইকটিলার কাছে রোববার সকালে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।