বুধবার ১৬ এপ্রিল ২০২৫ ২ বৈশাখ ১৪৩২
 

পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

পর্তুগালের রাজধানীর লিসবনে নথি জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগে পুলিশ অভিযানের দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সন্ত্রাসবাদের বিরুদ্ধে গঠিত জাতীয় ইউনিট (ইউএনসিটি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতি বলা হয়, সন্দেহভাজনরা ব্যক্তিরা ২০২০ সাল থেকে তাদের অপরাধমূলক কার্যকলাপ শুরু করেছে। তারা মূলত অবৈধ অভিবাসীদের অনৈতিক উপায়ে বৈধকরণ করার কাজ করতেন। নকল কর্মসংস্থান চুক্তি, নকল আবাসিক শংসাপত্র এবং অন্যান্য যাবতীয় মিথ্যা নথি নিজেরাই তৈরি করতেন।

বেশ কয়েকটি অভিযানের পর রাজধানীর লিসবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শত শত অভিবাসীদের পরিষেবার নামে যে পরিমাণ অর্থ নেয়া হয়েছে তা প্রায় ২ লাখ ইউরো যা বাংলা টাকায় ২ কোটিরও বেশি। অনুসন্ধানে গিয়ে দেখা গেছে শত শত অভিবাসীদের জন্য ভুয়া নথিপত্র তৈরি করেছিলেন তারা।

আটক বাংলাদেশি দুইজনের বয়স ৫৬ ও ৪৮ বছর বলে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজন প্রায় ৩ বছর ধরে পর্তুগালে বসবাস করছেন। বাংলাদেশিদের এমন নথি জালিয়াতি নতুন নয় এর আগেও এমন অভিযোগ রয়েছে অনেক বাংলাদেশিদের বিরুদ্ধে।

পর্তুগালে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বাংলাদেশি জানান, ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নানান অভিযোগে জর্জরিত বাংলাদেশিরা। তার মধ্যে এমন নথি জালিয়াতি অভিযোগ সত্যি খুবই দুঃখজনক আমাদের জন্য। কিছু প্রবাসী বাংলাদেশি লোভে পরে এসব জালিয়াতিতে জড়িয়ে পরছে যা বাংলাদেশ কমিউনিটিকে হুমকিতে ফেলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft