বুধবার ১৬ এপ্রিল ২০২৫ ২ বৈশাখ ১৪৩২
 

জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দত্তের স্মরণসভা গত (৪ এপ্রিল) শুক্রবার সকাল ১১.০০ টায় কনভেনশন হল, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাতে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় তার পরিবার পরিজন ও সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মীয় গানের মাধ্যমে স্মরণ সভা শুরু হয়, সভার প্রথমে স্বপন দত্তের একমাত্র কন্যা নন্দিতা দত্ত ধারা বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন। 

স্মৃতিচারণ করেন- তার সহকর্মী সাংবাদিক বাসুদেব ধর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন হক আরা হক মিনু, স্মরণসভায় স্মৃতিচারণ করে কবিতা পাঠ করেন সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক ও অধ্যাপক  হারাধন গাঙ্গুলি, সাংবাদিক চপল বাছার, গুলশান বনানী পূজা ফাউন্ডেশন সাবেক সভাপতি পান্নালাল দত্ত, পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি জে এল ভৌমিক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থা পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  সন্তোষ শর্মা। স্মরণসভায় ধন্যবাদ জ্ঞাপন করে সাংবাদিক স্বপন দত্তের  স্ত্রী মুকুল মজুমদার। 

এর আগে শনিবার (১৫ মার্চ) রাত ৭.৩০ টায় দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন তিনি। (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, কন্যা, জামাতাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। স্বপন দত্ত ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

১৯৭৩ সালের ১০ এপ্রিল দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন তিনি। 

এরপর দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন স্বজনের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও ভোলাগিরি আশ্রম ট্রাস্টি বোর্ডের আজিবন সদস্য ছিলেন।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft