শনিবার ১২ এপ্রিল ২০২৫ ২৯ চৈত্র ১৪৩১
 

গ্রহণযোগ্যতা হারিয়েছে জাতীয় পার্টি, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন

জুলাই আন্দোলনে হাসিনা সরকার আর তার দল আওয়ামী লীগের কপালই শুধু পোড়েনি, তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিকে ঠেলে দিয়েছে খাদের কিনারে। বছরের পর বছর স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগের ন্যূনতম সমালোচনা তো দূরের কথা উল্টো সংসদে বন্দনামুখর হয়ে তথাকথিত বিরোধী দলের সুযোগ সুবিধা ভোগ করেছে জাতীয় পার্টি। তাই গৃহপালিত বিরোধীদলের তকমাও দলটির সঙ্গে জুড়ে যায়।

যার ফলে সঙ্গতকারণেই ৫ আগস্টের পর জনতার রুদ্ররোষ পড়ে জাতীয় পার্টির ওপর। বাংলাদেশের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ‍্যতা হারিয়ে ফেলেছে জাতীয় পার্টি। ডাকা হয় না অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সংলাপেও। ভবিষ্যতে দলটি আর প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, গেল তিন দশকের ভুল রাজনীতি অপ্রাসঙ্গিক করে তুলেছে দলটিকে।

রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ বলেন, ‘জাতীয় পার্টি একটা এতিম দলে পরিণত হয়েছে এবং এটার কারণ হচ্ছে তাদের সুবিধাবাদি রাজনীতি। ১৯৯১ সালের নির্বাচনে তাদের কিছুটা সন্তোষজনক অবস্থান ছিল, যেখানে তারা ৩৫টি আসন পেয়েছিল। কিন্তু পরবর্তিতে তাদের জনপ্রিয়তা এবং ভোটের মাঠে গ্রহণযোগ্যতা কমতে থাকে এবং নির্বাচনেও তারা ’৯১ এর মতো ভালো করতে পারেনি। যার ফলে তারা ক্ষমতার রাজনীতিতে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে’। 

তবে দলটির চেয়ারম্যান জি এম কাদেরের দাবি, আগের চেয়েও জনপ্রিয় তারা। এমনকি আগামীতে নির্বাচনের বাইরে থাকা দলের ভোটও যাবে লাঙ্গল মার্কায়। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের অস্তিত্বের দুটি গুরুত্বপূর্ণ স্থানে হাত দিয়েছে। তারা আমাদের সংগঠন নষ্ট করার চেষ্টা করছে এবং আমাদের রাজনীতি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে, ভয় দেখিয়ে তাদের ঘরের ভেতর থাকতে বলা হচ্ছে। আবার একই সঙ্গে আমাদের রাজনীতি নিয়ে অপপ্রচার করা হচ্ছে। 

তিনি আরও বলেন, সবাই জানে আমরা আগে কোন পরিস্থিতিতে ছিলাম। আমরা কোন প্রেক্ষাপটে কখন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবারও সঠিক নির্বাচন হলে প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে ভোট দেবে। যারা অন্য কোনো দলকে ভোট দেবে না তাদের জন্য বিকল্প হিসেবে হয়তো আমরাই দাঁড়িয়ে যাবো। আগামী দিনে জাতীয় পার্টি নিয়ামক শক্তির রাজনীতি করবে না ক্ষমতার জন্যই রাজনীতি করবে।  

বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দুবার রাষ্ট্রক্ষমতায় যাওয়া জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি রংপুর কেন্দ্রিক কয়েকটা সিট নিয়ে ছোট একটা দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে থাকবে। তাদের যে বদনাম হয়েছে কোনো রাজনৈতিক দল এদের সঙ্গে জোট করবে না’।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft