প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিও যাতে প্রতিশ্রুতি রাখতে পারে সেই আশা করি।
ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার দুপুরে দলের নেতা-কর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত ১৫ বছর গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি। সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয় সে কামনা করি।’
অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যাতে রাখতে পারে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার পালন করবে বলেও আশা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অন্যবারের চেয়ে এবারের ঈদের অনেক পার্থক্য আছে। এবারের ঈদ স্বস্তির এবং মুক্ত বাতাসে পালিত হচ্ছে।