মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ ১৮ চৈত্র ১৪৩১
 

কাপাসিয়ায় বাবা কর্তৃক মেয়ে ধর্ষণের অভিযোগ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

গাজীপুরের কাপাসিয়া বাবার বিরুদ্ধে (২৭) বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শুক্রবার (২৮ মার্চ) কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত বাবা আবুল মালেক (৫৫) উপজেলার কড়িহাতা ইউনিয়নের বাসিন্দা। 

এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানির পর স্থানীয় এলাকাবাসী ধর্ষক পিতাকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেন। 

ভুক্তভোগীর মা বলেন, তাঁর ২৭ বছর বয়সী মেয়ে স্বামী পরিত্যক্তা গত তিন মাস হয় তার ডিভোর্স হয়েছে। (মেয়ের বাবা) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মেয়ের বাবা মেয়ের রুমে গিয়ে শরীরে মলম লাগিয়ে দিতে বলে- এক পর্যায়ে মেয়েকে ভয় দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। মেয়ের চেচামেচি শুনে মেয়ের মা এগিয়ে আসলে ধর্ষনের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দেয় অভিযুক্ত পিতা। পরে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ঘণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়। 

ভুক্তভোগী মেয়ের  মা আরও বলেন, আমার স্বামী আমার সাথে রাতে ঘুমাতো কিন্তু ঐ রাতে আমার সাথে ঘুমাতে আসেনি। মেয়ের রুমে গিয়ে জোরপূর্বক মেয়ের সাথে এ ঘটনা ঘটায়। এই ঘটনায় আমি এর বিচার চাই। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক পিপিএম জানান, বিষয়টি সত্যিই হৃদয় বিদারক। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft