প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় সরকারী আলিমুদ্দিন কলেজের কর্মচারীসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল বুধবার (২৬ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলা সদরের সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক জামদ্দির ছেলে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭), ও সিংগিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক(২৫)।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং সরকারী আলীমুদ্দিন কলেজ গেটে বিকাশ ও গলামালের দোকান করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান। পথিমধ্যে ভুট্টা ক্ষেতে ওঁৎ পেঁতে থাকা ছিনতাইকারী চক্রের ৫জন তাকে পথরোধ করে ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে প্রথমে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দু'জন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় ব্যবসায়ীর আত্নচিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী দুইজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।
এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলায় অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ব্যবসায়ীর খোয়া যাওয়া এক লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী নবী বলেন, এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনার মামলায় অভিযান চালিয়ে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।