বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

আজ শনিবার বিকেল পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড দেওয়া হোক’, ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাসি চাই’,‘আশ্বাসস নয় আইনের বাস্তবায়ন চাই’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়।

শিক্ষার্থীরা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করা হয়েছে যা আমাদের জন্য লজ্জাজনক। বিচারহীনতার কারণে বারবার ধর্ষণের ঘটনায় অপরাধীরা পার পেয়ে যায়। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। আমরা সরকারের নিকট দ্রুত সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই আন্দোলনে নারীরা প্রথম সারিতে ছিল। যেকোনো ন্যায়সঙ্গত আন্দোলনে সবসময় নারীরা এগিয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে আজ নারীরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে ও সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশ সমৃদ্ধ হবে না। ধর্ষক নামের নরপশুরা শিশুকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের সাত বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার হয়েছে। যদি ধর্ষকদের যথাযথ শাস্তি দেয়া হতো তাহলে কোনো ধর্ষণ হতো না। বর্তমান সরকার ধর্ষণসহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft