প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই স্কুলছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের গেট থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত ওই স্কুলছাত্রী জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিল। দীর্ঘদিন ধরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করতো। গতকাল বুধবার সকালে স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এসময় স্কুল গেটের সামনে পৌঁছালে আজিজুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবার। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধ্যান না পেয়ে স্কুলছাত্রীর নানা থানায় অভিযোগ করেন।
বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অপহরণে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীণ রয়েছে। পুলিশ জড়িতদের আটকে কাজ করছে।