শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

মুক্তির প্রথম দিনেই ‘ছাভা’র দাপট
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর নির্ভর করে নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়েই সাড়া ফেলেছিল। 

এবার মুক্তির পর প্রথম দিনের আয়েও দাপট দেখাল ‘ছাভা’। 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মুক্তির প্রথম দিন বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে ভিকি কৌশলের ছাভা, যা ধরে রেখেছে দ্বিতীয় দিনেও। প্রথম দিনে সব ভাষা মিলিয়ে সিনেমার আয় হয়েছে প্রায় ৩১ কোটি রুপি। 

দ্বিতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪৭ কোটি রুপির বেশি। চলতি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে এটি। যার মাধ্যমে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’কেও পেছনে ফেলে দিয়েছে। ‘স্কাই ফোর্স’ গত মাসে মুক্তি পেয়ে প্রথম দিনে ১৫.৩০ কোটি রুপি আয় করেছিল। 

‘ছাভা’য় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft