শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

জন্মদিনে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন সংগীতশিল্পী ফারদিন
আনোয়ার আরমান
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা মো. মাসুম বিল্লাহ ফারদিন আজ ১৬ ফেব্রুয়ারি তার জন্মদিন পালন করছেন। তবে জমকালো আয়োজনের পরিবর্তে তিনি দিনটি বাবা-মায়ের কবর জিয়ারত ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন।

ফারদিন বলেন, আমার জন্মদিন কখনও সেভাবে পালন করা হয় না। বাবা-মা বেঁচে নেই, তাই আলাদা কোনো আয়োজনও করি না। এবারের পরিকল্পনাও আগের মতোই—কবর জিয়ারত করবো এবং কিছু সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাবো।

সঙ্গীত জগতে ফারদিনের পরিচিতি আসে সুখেরই পরশ গানের মাধ্যমে। এরপর ভারতের সংগীত বাংলা চ্যানেলে তার গান তোমারই আশাতে প্রকাশিত হয় এবং তারা মিউজিকে প্রকাশিত প্রিয়া রে গানটিও জনপ্রিয়তা পায়। গানের পাশাপাশি তিনি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

ফারদিন শিগগিরই একটি তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। পাশাপাশি কয়েকটি বাংলা চলচ্চিত্রেও কাজ করছেন, যা তার ক্যারিয়ারের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

এদিকে, মো. মাসুম বিল্লাহ ফারদিন সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ তার প্রোফাইল মূল্যায়ন করে তাকে সম্মানসূচক ডিগ্রির জন্য বিবেচিত করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি একজন প্রতিভাবান শিল্পী হিসেবে ফারদিন এই সম্মাননা পেতে যাচ্ছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করবে।

গান ও অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ পর্যটন ,বাংলাদেশ  টুরিজম বোর্ড এর উপ পরিচালক হিসেবে কাজ করছেন এবং পর্যটন উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন।

জন্মদিনের মতো বিশেষ দিনেও বাবা-মাকে স্মরণ এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার সিদ্ধান্ত নিঃসন্দেহে অনুকরণীয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft