শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

বরগুনায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

বরগুনায় কর্মরত একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও স্থানীয়রা। ‘বরগুনা সাংবাদিক’ ইউনিয়নের আয়োজনে আজ (মঙ্গলবার) বেলা ১১ টার সময় টাউনহল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বরগুনার তালতলী উপজেলার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, চ্যানেল এস টিভির ও দৈনিক জবাবদিহি সাংবাদিক ফয়সাল সিকদার, নয়দিগন্ত পত্রিকার তালতলী প্রতিনিধি ইউসুফ আলী ও বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যায়যায়দিন এর প্রতিনিধি ওবায়দুল কবির আকন দুলালের বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদ জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়াদিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির বরগুনা প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন (ফসল), বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও জিটিভির বরগুনা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলার সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft