শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

সাকিবকে ছেড়ে দিল নাইট রাইডার্স
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

আগামী মৌসুমের জন্য সাকিব আল হাসানকে ধরে রাখলো না মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। গতকাল ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যেখানে সাকিব ছাড়াও জেসন রয়, ডেভিড মিলার ও অ্যাডাম জাম্পার মতো তারকা খেলোয়াড়দের রিলিজ দিয়েছে নাইট রাইডার্স। নাইট রাইডার্স মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করেছে— সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।

এদিকে অস্ট্রেলিয়ার কয়েকজন তারকা খেলোয়াড়কেও ধরে রাখেনি তাদের দল। তাদের মধ্যে প্যাট কামিন্সকে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, ট্রাভিস হেডকে ওয়াশিংটন ফ্রিডম ধরে রাখেনি। কারণ আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে তাদের দুজনেরই খেলার কথা রয়েছে। তবে স্টিভ স্মিথকে ছাড়েনি তার দল ওয়েশিংটন ফ্রিডম।

সাকিবসহ দল হারানো খেলোয়াড়রা অবশ্য আবারও একই দলে খেলার সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে ড্রাফট থেকে দল পেতে হবে তাদের। আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।  

সাকিব গতবার নাইট রাইডার্সের হয়ে ৪ ম্যাচ খেলে করেছিলেন ৬০ রান, উইকেট নিয়েছিলেন ১টি। কিন্তু তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় আগামী আসরে তাকে শুধু ব্যাটার হিসেবেই খেলতে হবে। তাকে ছেড়ে দেওয়ার পেছনে এটিই অন্যতম কারণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft