রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। ইতোমধ্যে বাগদানও হয়ে গেছে তার। বিষয়টি নিজেই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন নিগার। তার কাছে প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তার জবাবে তিনি বলেন, ‘আমার তো বাগদান হয়ে গেছে ইতোমধ্যেই!’

তাহলে বিয়েটা কবে? তার জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই, হ্যাঁ, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছি আমি।’

বিয়ের তারিখটা খোলাসা করেননি জ্যোতি। একই ভাবে পাত্র সম্পর্কেও ধোঁয়াশা রেখে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।

তবে এ ঘোষণা শিগগিরই দেবেন জ্যোতি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সে সাক্ষাৎকারেই। তবে বিয়ের পর তার জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। 

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। দল অনেক স্মরণীয় জয় তুলে নিয়েছে তার নেতৃত্বে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। কবে শুভক্ষণটি আসে, এখন অপেক্ষা তারই!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft