শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় পাঁচ বাংলাদেশিকে ৭ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১২ অপরাহ্ন

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে রবিউল শেখ নামে এক ব্যবসায়ী হত্যার ঘটনার দুই নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তের জন্য তাদেরকে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ। এরপর শাহ আলম হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায় পুলিশ। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। মাংস কাটার ছুরি দিয়ে মাথা, শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক।

একইদিন দুপুর ২টার দিকে ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে ওই এলাকার মুদি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেগেটিভ ছিলেন। তাদেরকে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে, গ্রেপ্তারদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft