সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র ইসলাম: ফয়জুল করীম
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ হলো একমাত্র ইসলাম। 

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ইসলামের আগে শ্রমিক, নারী, গরিব, কালো এ শ্রেণির মানুষের অধিকার ছিল না। ইসলাম এসে সেই অধিকার প্রতিষ্ঠা করেছে। আরবে নারীদের অধিকার ছিল না। ইসলাম আসার পর সেই অধিকার শুধু প্রতিষ্ঠাই নয়, তাদের অগ্রাধিকার দিয়েছে। 

তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বস্তিতে-ঝুঁপড়িতে, ফুটপাতে, খোলা আকাশের নিচে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হবে না। শিশুকে কাঁধে নিয়ে মায়েদের ভিক্ষা করতে হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে শাসকরা মানুষের প্রকৃত দুঃখ-দুর্দশা লাঘবে ঘরে ঘরে গিয়ে তাদের খাবার পৌঁছে দিবেন, তাদের সমস্যার সমাধান করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এই নায়েবে আমির বলেন, গত ৫ আগস্টের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি। 

ফয়জুল করীম বলেন, সংস্কার শেষ করে কালো টাকা ও পেশি শক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft