প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ইলেকট্রনিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় এ ঘটনা ঘটে।
ওই দুই শ্রমিক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।
ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার সকাল ১০টা ৮ মিনিটে একটি জরুরি কল পাওয়ার পর তার টিম দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি আরো বলেন, ‘হতাহত শ্রমিকরা সকাল ১০টায় সবে কাজে যোগদান করছিলেন। তখন ওই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাংলাদেশি শ্রমিক।’