রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

থাইল্যান্ডে দেখা হতে পারে ইউনূস-মোদীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

থাইল্যান্ডে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

আজ মঙ্গলবার ঢাকায় বিমস‌টেক কার্যাল‌য়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (‌ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ স‌ম্মেলনে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কিনা, সে‌টি এখ‌নও নি‌শ্চিত নয়। তবে দেখা হতে পারে।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে জানান, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পারিক আলোচনা করে ঠিক করবে।

এদিকে, ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, থাইল্যান্ডে বিমসটেক স‌ম্মেল‌নে যোগ দেবেন অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স‌ম্মেল‌নে যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির। সেখা‌নে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান ও ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে। তবে স‌ম্মেল‌নের ফাঁ‌কে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কি না, সে‌টি এখ‌নেও নি‌শ্চিত নয়।

এক প্রশ্নের জবা‌বে মহাস‌চিব ব‌লেন, সার্ক ও বিমসটেক দুটিই আঞ্চলিক সংস্থা। এই দুই সংস্থার সঙ্গে কোনো পারস্পারিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। একাধিক দেশ সার্ক ও বিমসটেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেক সহযোগিতা পাচ্ছে বলে জানিয়ে ইন্দ্র মণি পান্ডে ব‌লেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমসটেককে শক্তিশালী করতে কাজ করছে। সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেকে আমরা যথাযথ সহযোগিতা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকেও আমরা সম্মান করি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভ্রমণ   ড. ইউনূস   নরেন্দ্র মোদী   থাইল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft