রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

গাজার যুদ্ধবিরতি
ইসরাইলি ১৮ জিম্মিকে মুক্তি, ছাড়া পেয়েছে ৫৫০ ফিলিস্তিনি বন্দি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় আবারও জিম্মি ও বন্দি বিনিময় করেছে ইসরায়েল ও হামাস। যার ফলে পাঁচ দফায় মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫৫০ বন্দি। 

গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গতকাল শনিবার সকালে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। 

অপরদিকে, ইসরায়েলি কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।

মুক্তি পাওয়া বন্দিদের অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম ও গাজায় পাঠানো হয়।

১৯ জানুয়ারি থেকে চলমান চুক্তির আওতায় বন্দি-জিম্মি বিনিময়ের পঞ্চম দফা শেষ হলো।

তবে ইতোমধ্যে এই চুক্তির ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক পরিকল্পনার প্রভাবে ভঙ্গুর হয়ে পড়েছে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা ও বাস্তবায়নের সম্ভাবনা।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, তিনি গাজার দখল নিতে আগ্রহী। গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে তিনি ওই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবেন বলে জানান। পরবর্তীতে তার প্রশাসন এই অবস্থান থেকে খানিকটা পিছিয়ে আসলেও, সংশ্লিষ্টরা বলেছেন, ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে।

শনিবার সকালে উচ্চ মাত্রার নিরাপত্তা ও সতর্কতার মাঝে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিন জিম্মিকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হাতে তুলে দেয় হামাস। 

গতকাল মুক্তি পান এলি শারাবি (৫২), ওর লেভি (৩৪) ও ওহাদ বেন আমি (৫৬)। 

গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ অঞ্চলে একটি মঞ্চে তিন জিম্মিকে উপস্থাপন করা হয়। সে সময় তাদেরকে ঘিরে রাখে হামাসের সশস্ত্র সংগঠন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft