রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ পরিস্থিতিতে আরও ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা প্রায় ৪৮ হাজার ২০০ জনে পৌঁছেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরও ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। 

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।  

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে গাজায় ৪৮ ঘণ্টায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। 

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে প্রায় ১ লাখ ১১ হাজার ৬৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলার কারণে গাজার ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০% অবকাঠামো ধ্বংস হয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft