মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ২:০৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান হয়ে যেতে পারে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু ল’ অ্যান্ড অর্ডার ইস্যু চলে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতে যুক্ত হতে হয়েছে।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে। সবাইকে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে ও আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি। ছাত্রদের প্রতিও অনুরোধ প্রতিটি বিষয় ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে যেতে।

সড়ক অবরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাস্তা বন্ধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ জানালে সবচেয়ে ভালো। নাহলে জনগণ দুর্ভোগে পড়ে। এ সময় দাবি-দাওয়া থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার চায় প্রতিটি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হোক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা দেশের জন্য ভাবে এবং দেশের জন্য কাজ করে। তারা পজিটিভ কাজই করে, নেগেটিভ কাজ করে না। কোনো কোনো ক্ষেত্রে এক-দুটি ভুল হতে পারে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft