সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

ইংল্যান্ডে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরী। সব ঠিক থাকলে মার্চে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে এই তারকা ফুটবলারের। এর আগে হামজার সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে ইংল্যান্ডের লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।

ম্যাচ শেষে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

এদিকে হামজার জাতীয় দলের খেলা নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলের ব্র্যান্ডভ্যালু বাড়তে শুরু করেছে। তাই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন।

এ নিয়ে তাবিথ আউয়াল বলেন, হামজা দেওয়ান চৌধুরী ডেফিনিটলি একজন স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের পুরো জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। তার জন্য বাংলাদেশের সুনাম এতো বেড়ে যাচ্ছে, সে যেন তার মর্যাদাটা পায়।

জাতীয় দলের হয়ে হামজা ম্যাচ খেলতে নামলেই ইতিহাস তৈরি হবে। তিনিই হবেন বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটায় খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল বাংলাদেশকে হিসেবে বেছে নিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft