ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অটোমেটেড ল্যান্ডঅ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এ্যলামস) এর আয়োজনে গতকাল মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব কার্জলয়ের হল রুমে বেলা ৩ টায় তেজতুরী বাজার মৌজায় ভূমি উন্নয়ন কর নির্বিঘ্নে শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম বাস্তবায়নের স্বার্থে স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, তেজতুরী বাজার মৌজার সকল ভূমি মালিক-কর্তৃক নির্বিঘ্নে শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হল। আমরা সারা বাংলাদেশে উন্নত মানের সেবা চালু করতে চায়। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। মানুষের যে ভুগান্তি পুহাতে তা আর পরতে হবে না। আমরা আশা করছি জানুয়ারির মধ্যে সকল সেবা চালু করতে পারব। আমাদের কাছে অনেক অভিযোগ আসে নানা সময় এক স্থানে এসিল্যান্ড অনেক বছর কাজ করে আসছে তাদের বিরুদ্বে নানা সময় নানা ধরনের অভিযোগ আসে যার কারনে আগামিতে এক স্থানে ৩ বছরের বেশি আর কোন সরকারি কর্মকর্তা থাকতে পারবে না। এসময় ভূমি মন্ত্রণাললের নানা কর্যক্রম নিয়ে উপস্থাপনা করে।
উপস্থাপক বলেন, সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নিকঞ্জাট ভূমিসেবা নিশ্চিতকরদের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিং- এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন কর সেবা দিয়ে শুরু করা এই কার্যক্রমের আওতায় যা তুলে ধরা হলো।
১। সকল হোল্ডিং সিস্টেমে এন্ট্রি হয়েছে।
২। ইতোমধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন, এরকম ২,৫০০ এর অধিক ভূমি মালিককে 'ভূমিসেবা কলসেন্টার' থেকে কল করে বকেয়া কর পরিশোধের বিষয়ে মনে করিয়ে দেয়া হয়েছে।
৩। এখনও অনলাইন সিস্টেমে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর দেন নি, এরকম প্রায় ২,৫০০ ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর দেয়ার বিনয়ে এলাকায় মাইকিং করে, মসজিদে জুমআর নামাজের খুদবার পরে বয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে।
৪। সিস্টেমে নিবন্ধনের প্রয়োজনে এসকল ভূমি মালিকের তথ্য ভূমি-কর্মী ও সুমি-এমবাসেডরগণ স্বেচ্ছাসেবক হিসেবে বাড়ি-ব্যানি গিয়ে সংগ্রহ করছেন এ লক্ষো তেজগাঁওস্থ নাগরিক ভূমিসেবা কেন্দ্রের এজেন্টদের বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে।
৫। ভ্রাম্যমাণ ভূদিসেবা ও ক্যাম্প স্থাপনের মাধ্যমে তেজতুরী বাজার মৌজার হটস্পটগুলোতে নাগরিকদের স্থানীয়ভাবে সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ৬, যারা তুমি ভবনে সরাসরি এসে অথবা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষন নিতে চান, তাদেরকে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।
৭। নাগরিক সচেতনতা বাড়াতে এলাকার স্কুল-কলেজগুলোতে ছাত্র-ঘাটদের নিয়ে ভূমি কুইজ স্টেকহোল্ক্ষায় কনসালটেশন কর্মশালা, স্থানীয় নাগরিকের ভূমি বিষয়ক সমস্যা বা অভিযোগ শোনার জন্য ভূমি আম্মা ও সোশ্যাল মিডিয়া লাইভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ ও মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। তুমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী ভূমিসেবা ক্যাম্প উদ্বোধনের পর এ মৌজার সকল ভূমি মালিক নির্বিঘ্নে ও শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।
ভূমি মালিকের নামে খোলা হোল্ডিং অনুমোদিত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। ঘরে বসে নাগরিক-কর্তৃক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে। পরবর্তীতে তেজতুরী বাজার মডেলটি অনুসরণ করে তেজগাঁওয়ের অন্যান্য মৌজা তথা ঢাকায় জেলার ১৯টি সার্কেলের সর্বত্র অনলাইনে ১৫০ ভাগ ভূমিসেবা চালু করা হবে।
এভাবে পর্যায়ক্রমে ডিজিটালাইজড জনবান্ধব ভূমিসেবাসমূহ বিস্তৃত হবে দেশব্যাপী।
এই কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব,কমিশনার,ছাত্র প্রতিনিধি,মসজিদের ইমাম,সমাজের গুরুত্বপর্ণ ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।