শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ    আলোকসজ্জায় সেজেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ    বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র   
বাফুফের ১৫ তম সদস্য নির্বাচনের ভোট আগামী ৩০ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন

গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে দুইজন সদস্য প্রার্থী এখলাছ উদ্দীন ও সাইফুর রহমান মনি সমান ৬১ করে ভোট পেয়েছিলেন। তখনই জানা গিয়েছিল, ১৫ নম্বর সদস্য নির্বাচনের জন্য ওই দুইজনের মধ্যে পূনরায় ভোট হবে। 

আজ শনিবার বাফুফের নতুন কমিটির প্রথম সভায় ওই ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

এখলাস ও মনির মধ্যে ভোট হবে ৩০ নভেম্বর। এবার আর পাঁচতারকা হোটেলে নয়, ভোট হবে মতিঝিলের বাফুফে ভবনেই। ভোটের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। ২৬ অক্টোবর ভোট গ্রহণ হয়েছিল ৪ ঘণ্টাব্যাপি।

এখলাছ উদ্দীন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার বাইরে থাকলেও ভোটের লড়াইয়ে অনেক পরিচিত মুখকে পেছনে ফেলে শীর্ষ ১৬ জনে জায়গা করে নিয়েছেন।

তৃণমূলের এই সংগঠক পুননির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি আগেও একবার সদস্য পদে নির্বাচন করেছিলেন। তবে জিততে পারেননি।

২৬ অক্টোবর নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট প্রয়োগ করেছিলেন। একটি সদস্য পদের নির্বাচনের জন্য কতজন ভোট দিতে আসেন সেটাই দেখার বিষয়। ভোটারদের সাথে দুই প্রার্থীর যোগাযোগের ওপর নির্ভর করে কাউন্সিলরদের উপস্থিতির পরিমাণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft