ট্রাম্পকে অভিনন্দন জানাননি ড. ইউনূস
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন
বহুল প্রতিক্ষার পর শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করেছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছে ট্রাম্পকে এরকম একটি প্রেস রিলিজ ভাইরাল হয়েছে।
এই দাবির সঙ্গে ড. ইউনূসের স্বাক্ষর সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তির ছবিও প্রচার করা হচ্ছে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এই প্রেস রিলিজ দেননি বরং ভুয়া একটি প্রেস রিলিজের মাধ্যমে বানোয়াট দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস রিলিজটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। যেমন, প্রধান উপদেষ্টা শীর্ষক লোগো আর ইংরেজিতে চিফ এডভাইজার লেখা প্যাডের শিরোনামের অবস্থানের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়।
এছাড়া উল্লিখিত বাক্যগুলোর শব্দ চয়নেও অপ্রচলিত এবং অপ্রাতিষ্ঠানিক শব্দের ব্যবহার লক্ষণীয়।
কথিত এই প্রেস রিলিজের বিষয়ে পরবর্তী অনুসন্ধানে গণমাধ্যম বা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কোনো তথ্য মেলেনি। এ বিষয়ে নিশ্চিত হতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে প্রেস রিলিজটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়।