বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ডাচ বাংলা-গ্রিনটেক ভেঞ্চারের ইনক্লুসিভ বিজনেজ সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন

গত বৃহস্পতিবার ডাচ বাংলা চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এবং গ্রিনটেক ভেঞ্চার এর যৌথ উদ্যোগে ইনক্লুসিভ বিজনেজ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 

গুলশান ২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরী কনফারেন্স হলে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ডঃ ফরিদ এ সোভানী এবং বাংলাদেশ পাবলিক প্রাইভেট পাটনার অথোরিটির মহাপরিচালক এ কে এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ বাংলা চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব আনোয়ার সওকত আফসার। সেমিনার এ মুল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিনটেক ভেঞ্চার এর বাবস্থাপনা পরিচালক মোহা. জামাল উদ্দিন। 

আলোচক হিসাবে ছিলেন জনসাস্থ্য বিশেশজ্ঞ ডাঃ রেজুয়ানা রহমান, বেসরকারি সেক্টর এক্সপাট ইঞ্জিনিয়ার খেন মং, মিডিয়া ব্যক্তিত্ব নাজনিন আক্তার বানু, ইনভেস্টমেন্ট এক্সপাট মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ এবং জ্বালানী বিশেষজ্ঞ মো. আরিফুর রহমান তালুকদার। অধ্যাপক ডঃ ফরিদ এ সোভানী বলেন, আধুনিক যুগে মানুষের চাহিদা মেটাতে এবং নুতুন কর্মক্ষেত্র তৈরি করতে পাবলিক প্রাইভেট পাটনারশিপ একটি ভালো মডেল। গুরুত্বপূণ অনেক প্রকল্প সরকারের উদ্যোগে প্রাইভেট সেক্টর অংশগ্রহণ করে এবং যৌথ অংশীদারের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করে থাকে। ঢাকা এক্সপ্রেসওয়ে তার একটি সফল উদাহরণ। 

সেমিনার শেষে প্রধান অতিথি আলোচক বৃন্দের হাতে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। পরিশেষে আয়জকদের পক্ষ থেকে সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft