মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!   
ভারতকে ১০৬ রানের লক্ষ্য দিলো পাকিস্তানের মেয়েরা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

বিশ্বকাপে আসলেই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেটা ভারত হোক কিংবা পাকিস্তান। আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হলো ভারত এবং পাকিস্তানের মেয়েরা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বীর এ লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তানের মেয়েরা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটাররা।

টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি গুল ফিরোজা। আউট হয়ে যান শূন্য রানে।

মুনিবা আলি এবং সিদরা আমিন মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ২৫ রানের জুটি ভেঙে যায় দিপ্তি শর্মার বলে। ১১ বলে ৮ রান করে আউট হন সিদরা আমিন। ওমাইমা সোহাইল আউট হন ৩ রান করে। ৩৪ বলে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। মুনিবা আলি করেন ১৭ রান। সাইদা আরুব শাহ ১৪ রানে অপরাজিত থাকেন এবং ফাতিমা সানা করেন ১৩ রান।

ভারতীয় বোলারদের মধ্যে অরুন্দতি রেড্ডি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্রেয়াঙ্কা পাতিল এবং ১টি করে উইকেট নেন রেনুকা সিং, দিপ্তি শর্মা এবং আশা সোবহানা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft