প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
বিশ্বকাপে আসলেই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেটা ভারত হোক কিংবা পাকিস্তান। আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হলো ভারত এবং পাকিস্তানের মেয়েরা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বীর এ লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তানের মেয়েরা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটাররা।
টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি গুল ফিরোজা। আউট হয়ে যান শূন্য রানে।
মুনিবা আলি এবং সিদরা আমিন মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ২৫ রানের জুটি ভেঙে যায় দিপ্তি শর্মার বলে। ১১ বলে ৮ রান করে আউট হন সিদরা আমিন। ওমাইমা সোহাইল আউট হন ৩ রান করে। ৩৪ বলে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। মুনিবা আলি করেন ১৭ রান। সাইদা আরুব শাহ ১৪ রানে অপরাজিত থাকেন এবং ফাতিমা সানা করেন ১৩ রান।
ভারতীয় বোলারদের মধ্যে অরুন্দতি রেড্ডি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্রেয়াঙ্কা পাতিল এবং ১টি করে উইকেট নেন রেনুকা সিং, দিপ্তি শর্মা এবং আশা সোবহানা।