প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ন
ডিসি নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণের কাজ চলছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, রাষ্ট্র সংস্কারে ছয়টির মধ্যে পাঁচটি কমিশন চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আগামী শনিবার প্রধান উপদেষ্টার সংলাপ হবে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোন বাঁধা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, তবে ডিজইনফরমেশন যেন না প্রচার হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
রাষ্ট্রদূতদের ঢাকায় আনার বিষয়ে তিনি বলেন, মূলত অবসর প্রক্রিয়াধীন থাকায় দুজন হাইকমিশনার ও চারজন রাষ্ট্রদূতকে রিকল করা হয়েছে। এছাড়া মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিয়ে স্থায়ী সমাধানে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।