প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাদেক (৪১) ফাঁসিয়াখালী এলাকার খাইরুজ্জামানের ছেলে। এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। গত মঙ্গলবার বিকেলে তাঁর লাশ টাঙ্গাইলে নিজ বাড়িতে দাফন করা হয়।
সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে ছিলেন র্যাব-১৫–এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, সাদেক সেনা কর্মকর্তা হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি একের পর এক নিজের অবস্থান বদলাতে থাকেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাদেককে চকরিয়া থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, আজ শুক্রবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।