মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ    দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান   
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই কোচসহ তিনজন দেখলো লালকার্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৫ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন ও নটিংহ্যাম ফরেস্টের ম্যাচে ৩ জনকে লালকার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্যে আছেন উভয় দলের কোচ ও নটিংহ্যাম ফরেস্টের অ্যাটাকিং মিডফিল্ডার মরগান গিবস হোয়াইট।

সবার আগে লালকার্ড দেখেছেন মরগান গিসব হোয়াইট।

৮৩ মিনিটের খেলা চলছিল। খেলার ফলাফল তখন ২-২ সমতা। এমন সময় ব্রাইটনের হোয়াও পেদ্রোকে আক্রমণাত্মকভাবে ট্যাকল করেন নটিংহ্যামের গিবস হোয়াইট। বাজে ফাউলের কারণে গিবস হোয়াইটকে দ্বিতীয় হলুদকার্ড দেখান রেফারি রভ জোনস। এতে ১০ জনের দলে পরিণত হয় নটিংহ্যাম।

গিবস হোয়াইটের বিরুদ্ধে দ্বিতীয় হলুদাকার্ডের (লালকার্ড) সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নটিংহ্যামের কোচ নুনো এসপিরিতো। এমনকি গিবস হোয়াইট নিজেও তর্কে জড়ান রেফারির সঙ্গে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাইটনের কোচ ফাবিয়ান হার্জেলারও।

পরে দুই কোচকেও লালকার্ড দেখান রেফারি। বিতর্কিত এই ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়ই।

চলতি মৌসুমে ৫ খেলে এখন পর্যন্ত অপরাজিত ব্রাইটন ও নটিংহ্যাম। উভয় দলের পয়েন্ট ৯ হলেও টেবিলের ৭ নম্বরে আছে ব্রাইটন, আর ৮ নম্বরে নটিংহ্যাম।

খেলা শেষে কোনো কোচই গণমাধ্যমের সামনে আসেননি। উভয় দলই মিডিয়ার সামনে পাঠিয়েছে সহকারী কোচদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft