বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় গাইলেন অলিভিয়া রদ্রিগো
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৪ অপরাহ্ন

রুপালি রঙের টু–পিসে আলো ছড়িয়ে মঞ্চে এলেন মার্কিন পপ তারকা অলিভিয়া রদ্রিগো। ‘ব্যাড আইডিয়া রাইট’, ‘ব্যালাড অব আ হোমস্কুলড গার্ল’ থেকে ‘ভ্যাম্পায়ার’ একের পর এক হিট গানে উন্মাদনা ছড়ান তিনি।

কখনো গানে, কখনো গিটারে শ্রোতাদের নিমজ্জিত করেছেন। শ্রোতাদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন ২১ বছর বয়সী এই তারকা। শ্রোতাদের বলেন, ‘তোমরা সবাই দাঁড়াও, নাচো, চিৎকার করো।’

৯ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় গাইলেন। ‘গাটস ওয়ার্ল্ড ট্যুরে’ শুক্রবার সিউলের জামসিল স্টেডিয়ামে গেয়েছেন তিনি।

সংগীত পরিবেশনাতেও বৈচিত্র্যের ছাপ দেখা গেছে। ‘ড্রাইভারস লাইসেন্স’ গানের সঙ্গে পিয়ানো সংগত করেছেন। আবার ‘টিনেজ ড্রিম’ পরিবেশনের সময় তাঁর শৈশবের ছবিগুলো নিয়ে একটি ভিডিও প্রদর্শিত হয়েছে। ‘সো আমেরিকান’ পরিবেশনে গিটার হাতে তুলে নিয়েছিলেন।

‘এবারই কোরিয়ায় আমার প্রথম শো। তোমরা দারুণ একটা দেশে বাস করো। আমি দুর্দান্ত সময় কাটাচ্ছি।’ মাইক্রোফোন হাতে বলেন অলিভিয়া রদ্রিগো।

পরদিন শনিবারও একই স্টেডিয়ামে শো করেছেন তিনি। দুই দিনে ১৫ হাজারের বেশি শ্রোতা তাঁকে শুনেছেন।

অলিভিয়া রদ্রিগোর দ্বিতীয় স্টুডিও অ্যালবাম গাটস প্রকাশিত হয়েছে। এই বছরের ২৩ ফেব্রুয়ারি কালিফোর্নিয়া থেকে ‘গাটস ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করেন তিনি। আগামী বছরের মার্চে ট্যুর শেষ হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft