বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
ভিসতা কারখানায় তৈরি হবে ‘অক্স’ এসি, যাবে বিদেশের বাজারেও
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন

বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশী ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমান কোম্পানি চায়নার ‘অক্স’ এর সঙ্গে এবার জয়েন ভেঞ্চার বা ‘যৌথ উদ্যোগ’ চুক্তি করলো দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতা’র কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে। 

যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা এবং চায়নার ‘অক্স’ এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স সদর দপ্তরে তাদের প্রধান আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়।
 
ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্স এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্স এর রিজিওনাল ম্যানেজার লনি ওয়াঙ, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াঙ, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েঙ প্রমূখ।

চুক্তি স্বাক্ষরের আগে চায়না সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্স-এর সদর দপ্তর এবং কারখানাসমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, অক্স হচ্ছে চায়নার একটি বিশাল শিল্প গোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমান একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্সের।
জানা গেছে, অক্স (অটঢ) এয়ার কন্ডিশনার পৃথিবীর ১২৬ টিরও বেশি দেশে রপ্তানী হয়। দেশ-বিদেশে অক্স এর ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন কারখানা রয়েছে ১৪ টি। জার্মানি, পোল্যান্ড, মেক্সিকো, থাইল্যান্ডসহ ৬ টি বৃহৎ আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টার রয়েছে তাদের। ডিজাইন, কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং সবশেষ প্রযুক্তির ব্যবহারে অতি উচ্চমানের কারণে আমেরিকা, ইউরোপ, এশিয়া, এবং মধ্যপ্র্যাচ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে অক্স। এই ব্র্যান্ডটি যে বাজারেই প্রবেশ করছে সেখানেই ক্রেতাদের সমীহ আদায় করে নিচ্ছে। 

ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড-এর চেয়ারম্যান সামছুল আলম বলেন, অক্সের সঙ্গে চুক্তিটি করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি ভিসতার মাধ্যমে বাংলাদেশে অক্সের একটি বড় বিনিয়োগও আসবে। অক্সের কাছ থেকে কারিগরী সহায়তাও মিলবে। বাংলাদেশেই তৈরি হবে দক্ষ জনশক্তি, তৈরি হবে নতুন কর্মসংস্থান। 

এদিকে বাংলাদেশের একটি দ্রুত বর্ধিষ্ণু প্রতিষ্ঠান হিসেবে এরইমধ্যে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। বিশেষ করে পণ্যের কোয়ালিটি বিচারে ভিসতা বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয়। খুব অল্প সময়ের মধ্যেই ভিসতা গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ভিসতা’র পণ্যসম্ভারে রয়েছে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে ভিসতা প্রতিষ্ঠা করেছে একটি নতুন কারখানা। সেখানেই তৈরি হবে ভিসতা এবং অক্স ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার। 

ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, কোয়ানটিটির চেয়ে কোয়ালটিতে তারা বেশি জোর দিয়েছেন। তার বিশ্বাস- কোয়ালিটি ভালো, পণ্য টেকসই হলে তা ক্রেতারা গ্রহণ করবেনই। তিনি জানান, ভিসতার লক্ষ্য- আগামি দিনগুলোতে বাংলাদেশের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি) বাজারে সিংহভাগ নিজেদের করে নেয়া।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft