বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত অর্ধশত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির ২ শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার দিনব্যাপী উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় ভার্সিটির ক্যাম্পাসে ঘটে এ সংঘর্ষের ঘটনা। 

গুরুত্বর আহতরা হলেন- পিয়ন আলম হোসেন, ল' ডিপার্টমেন্টের শিক্ষার্থী শান্ত, শাওন, রাফি, আরমিন সহ অন্যান্যরা।
 
সরেজমিনে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে ক্লাস শেষে ল' ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট ও ফার্মেসী ডিপার্টমেন্টের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এসময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসসি ডিপার্টমেন্ট ও ল ডিপার্টমেন্টর সাথে কথা কাটাকাটি হয়। 

এসময় পাশে থাকা ফার্মেসী ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উপর অতর্কিত ভাবে কিল ঘুষি মারতে শুরু করে। পরে দু ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয়। পরে ফের ৮ তারিখে ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় ফার্মেসী ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে ল ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ করে দেয় ভার্সিটি কর্তৃপক্ষ। গত ৭ দিন অনলাইনে ক্লাস করার পর। 

বিষয়টির সমাধানের কথা বলে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ল ডিপার্টমেন্ট অফলাইনে ক্লাস করতে ক্যাম্পাসে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে ফার্মেসী ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে বিষয়টি সমাধানের কথা বলে ভিসি ডা. চৌধুরী মফিজুর রহমান ল' ডিপার্টমেন্টের শিক্ষাদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে বিচারের নামে তিরস্কার করেন। পরে এখান থেকে বিজয় ভবনে ফেরার পথের গেইট আটকে দেয় ফার্মেসী ডিপার্টমেন্ট। এক পর্যায়ে শিক্ষকদের আশ্বাসে ল ডিপার্টমেন্ট বিজয় ভবনে যাওয়ার পথে আবারও হামলা চালায় ফার্মেসী ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। 

এতে দফায় দফায় সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থীরা। বার বার হামলার ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয়। সন্তানের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় পরেন অভিভাবকরাও। 

এসব বিষয়ে জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার (সাবেক বিগ্রেডিয়ার) জিয়াউল হক জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সুষ্ঠ সমাধান করা হবে। 

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft