শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ব্যবসায়ী নেতারা
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে এ সাক্ষাৎ করেন। 

বিজিএমইএ নেতারা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী একধরণের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে সব জায়গায় তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতারা এবং দলের সবস্তরের নেতাকর্মী সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন। 

ব্যবসায়ী নেতারা বলেন, বিএনপির স্থানীয় নেতারা আমাদের জানিয়েছেন; দলের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা গার্মেন্টস শিল্প রক্ষায় এগিয়ে এসেছেন। 

বিএনপির মহাসচিব ব্যবসায়ীদের বক্তব্য শুনে তাদের গামেন্টের নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিজিএমইএ নেতাদেরকে তিনি বলেন, অর্থনীতি রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে; ঐক্যবদ্ধভাবে সব সংকট সমাধানে এগিয়ে আসতে হবে। 

এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্য উপদেষ্টা বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিজিএমইয়ের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম পরিচালক, শোভন ইসলাম, নুরুল ইসলাম, আবসার হোসেন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মির্জা ফখরুল   ব্যবসায়ী   নেতা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft