প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)।
আজ রোববার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএমবিএ।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এই অর্থ সহায়তার চেক গ্রহণ করেন।
বিবৃতিতে জানানো হয়, দেশে বিদ্যমান স্বরণকালের ভয়াবহ বন্যায় দেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাক্ষনবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্য, বন্যা পরবর্তী পুর্নবাসন খুবই গুরুত্বপূর্ণ।
এসময় বিএমবিএ-এর পক্ষ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাজেদা খাতুন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম ও ট্রেজারার মোহাম্মদ আব্দুর রহিম।