শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
পরিবর্তন এনেছে জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। তাদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও রয়েছে তাদের অসংখ্য গানের ভক্ত। যাদের এলপি লোগোর টি-শার্ট পরে এ দেশের রাস্তাতেও ঘুরতে দেখা যায় ব্যান্ড ভক্ত তরুণদের। সেই লিনকিন পার্কের লোগো বদলে যাচ্ছে এবার। ব্যান্ডেও যুক্ত হচ্ছে নতুন কিছু সদস্য। যাদের মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন জনপ্রিয় রক ব্যান্ড ডেড সারার ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রংকে। 

লিনকিন পার্কের নতুন ভোকালিস্ট হবেন ডেড সারা ব্যান্ডের এমিলি আর্মস্ট্রং। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ব্যান্ডটি তাদের একটি লাইভ ইভেন্টে এ ঘোষণা দেন।

এদিন শুধু নতুন ভোকালিস্ট নন, লিনকিন পার্কের পক্ষ থেকে তাদের নতুন ড্রামার হিসেবে যুক্ত হয়েছেন কলিন ব্রিটেনের নাম। এছাড়া এদিন তাদের নতুন লাইভ কনসার্ট ও নতুন অ্যালবামের নাম ঘোষণা করা হয়। ২০১৭ সালে চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এবারই প্রথম তারা লাইভ কনসার্ট করতে যাচ্ছে।


এর মধ্য লিনকিন পার্কের জন্য একেবারে নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে। ব্যান্ডটি লস অ্যাঞ্জেলেসের কিয়া ফোরামে ১১ সেপ্টেম্বর একটি লাইভ কনসার্ট করতে যাচ্ছে। ২০১৭ সালে ফ্রন্টম্যান চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এটি তাদের লাইভ পারফরমেন্সের প্রথম সিরিজ হবে। এরপর তার এই কনসার্টের শিরোনামে আরও বেশকিছু কনসার্ট করবে। যেখানে তাদের ব্যান্ডের নতুন মেম্বাররা থাকবেন।

এদিকে ব্যান্ডটি তাদের নতুন অ্যালবামের নামও ঘোষণা করে দিয়েছে। এই অ্যালবামের নাম হবে ফরম জিরো। যেটি নভেম্বর ১৫ তারিখ রিলিজ পাবে। এই ঘোষণার পর থেকেই লিনকিন পার্ক ভক্তদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   লিনকিন পার্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft