প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন
বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। তাদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও রয়েছে তাদের অসংখ্য গানের ভক্ত। যাদের এলপি লোগোর টি-শার্ট পরে এ দেশের রাস্তাতেও ঘুরতে দেখা যায় ব্যান্ড ভক্ত তরুণদের। সেই লিনকিন পার্কের লোগো বদলে যাচ্ছে এবার। ব্যান্ডেও যুক্ত হচ্ছে নতুন কিছু সদস্য। যাদের মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন জনপ্রিয় রক ব্যান্ড ডেড সারার ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রংকে।
লিনকিন পার্কের নতুন ভোকালিস্ট হবেন ডেড সারা ব্যান্ডের এমিলি আর্মস্ট্রং। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ব্যান্ডটি তাদের একটি লাইভ ইভেন্টে এ ঘোষণা দেন।
এদিন শুধু নতুন ভোকালিস্ট নন, লিনকিন পার্কের পক্ষ থেকে তাদের নতুন ড্রামার হিসেবে যুক্ত হয়েছেন কলিন ব্রিটেনের নাম। এছাড়া এদিন তাদের নতুন লাইভ কনসার্ট ও নতুন অ্যালবামের নাম ঘোষণা করা হয়। ২০১৭ সালে চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এবারই প্রথম তারা লাইভ কনসার্ট করতে যাচ্ছে।
এর মধ্য লিনকিন পার্কের জন্য একেবারে নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে। ব্যান্ডটি লস অ্যাঞ্জেলেসের কিয়া ফোরামে ১১ সেপ্টেম্বর একটি লাইভ কনসার্ট করতে যাচ্ছে। ২০১৭ সালে ফ্রন্টম্যান চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এটি তাদের লাইভ পারফরমেন্সের প্রথম সিরিজ হবে। এরপর তার এই কনসার্টের শিরোনামে আরও বেশকিছু কনসার্ট করবে। যেখানে তাদের ব্যান্ডের নতুন মেম্বাররা থাকবেন।
এদিকে ব্যান্ডটি তাদের নতুন অ্যালবামের নামও ঘোষণা করে দিয়েছে। এই অ্যালবামের নাম হবে ফরম জিরো। যেটি নভেম্বর ১৫ তারিখ রিলিজ পাবে। এই ঘোষণার পর থেকেই লিনকিন পার্ক ভক্তদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়ে গেছে।