শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
ডি মারিয়াকে উদ্দ্যেশ্য করে মেসির আবেগঘন বার্তা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

গতকাল বৃস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ডি মারিয়াকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তাকে বিদায়ী সংবর্ধনা জানায় আর্জেন্টাইনরা। ইনজুরিতে থাকার কারণে দলের সঙ্গে ছিলেন না মেসি। সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভিডিওতে বন্ধুকে বার্তা দিয়েছেন মেসি।

এদিন সপরিবারে মাঠে আসেন ডি মারিয়া। এক সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মেসি। সেখানে মেসি বলেন, ‘আমি দুঃখিত যে, তোমার বিশেষ রাতে এখানে থাকতে পারিনি। তুমি জানো যে, আমি ভালো হওয়ার চেষ্টা করছি, যাতে আসতে পারি। ভিডিও বার্তা দিলেও আমি সেখানে থাকতে চেয়েছিলাম।’

মেসি আরও বলেন, ‘আশা করি, তুমি এই রাতটি তোমার পরিবার, প্রিয়জন এবং আর্জেন্টিনার সমস্ত লোকদের সঙ্গে উপভোগ করবে। তুমি আমাদের যা কিছু দিয়েছো তার জন্য শ্রদ্ধা প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমরা একে অপরকে যা বলার ছিল তা বলেছি। আমরা ভাগ্যবান একসঙ্গে এত বছর ভাগ করে নেওয়ার জন্য। জাতীয় দলে আমাদের সবকিছু নিয়ে এখন কে চিন্তা করবে? সবকিছুকে পেছনে ফেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটি উপভোগ করো। কারণ, তুমি এটির যোগ্য। আমরা তোমাকে অনেক মিস করবো।’

মেসির সঙ্গে শুধু জাতীয় দল নয়, ক্লাবেও খেলেছেন ডি মারিয়া। ২০২১-২২ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসঙ্গে খেলেছিলেন তারা। এখন মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামিতেও যোগ দেওয়ার চিন্তা করছেন ডি মারিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft