প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৬ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান তারা। সাম্প্রতিক কালে শিল্প কল কারখানায় শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে।
নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অর্ডার নিয়ে বিকল্প দেশে চলে যাবেন বিদেশি ক্রেতারা। এ সময় ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।