প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৯:৪০ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ সহ পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত থোরাসিক সার্জারির অধ্যাপক ডা. মোঃ কামরুল আলমকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিন উদ্দিনকে একই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কুমিল্লা মেডিকেলের ইএনটির অধ্যাপক ডা. মোঃ মাজহারুল শাহীনকে স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বরিশালের শের-ই-বাংলা মেডিকেলের এন্ডোক্রাইনোলজির অধ্যাপক ডা. মোঃ আজিজুল হককে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেলের মাইক্রোবায়োলজির অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলমকে একই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।