বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডেভিড মালান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

৩৭ বছর বয়সে ক্রিকেটীয় ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডে সাবেক এক নম্বর ব্যাটার। ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন ডেভিড মালান। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন, এমন দুই ইংলিশ ক্রিকেটারের মধ্যে তিনি অন্যতম। তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো অন্য ক্রিকেটার হলেন জস বাটলার।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইংল্যান্ড দলের বাইরে মালান। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও তাকে দলে রাখা হয়নি। দলের সঙ্গে অভিমান করে এরপর অবসরের সিদ্ধান্ত নেন এই বাঁহাতি ব্যাটার।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছাপ রেখেছেন মালান। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে জয়ের পর টি-টোয়েন্টি দলের প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। রান তোলার মেশিন হিসেবে পরিচিতি পেয়েছিলেন মালান। ওই বছরই নিউজিল্যান্ড সফরে গিয়ে নেপিয়ারে ৪৮ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে নাম লেখান মালান। পরের বছর মার্চে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। যার জন্য তাকে খেলতে হয়েছে মাত্র ২৪ ইনিংস।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন মালান। যদিও ইনজুরিতে পড়ার কারণে নকআউট পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft