প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
মাসখানেক পরই মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। নতুন আসরকে সামনে রেখে এরই মধ্যে নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে বিসিসিআই ১৫ সদস্যের নারী দল ঘোষণা করে। এই দলের ১৪ জনই এশিয়া কাপের দলে ছিলেন। মূল দল থেকে বাদ পড়লেও ট্রাভেল রিজার্ভ হিসেবে সুযোগ পেয়েছেন উমা চেত্রি।
বিশ্বকাপের দলে হারমানপ্রীতের ডেপুটি হিসেবে থাকবেন স্মৃতি মান্ধানা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হবে ৬ অক্টোবর। যে ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
এরপর ৯ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে হারমানপ্রীতের দল। দ্বিতীয় রাউন্ডে উঠলে প্রথম সেমিফাইনালে খেলবে ভারত। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২০ অক্টোবর।
ভারতের বিশ্বকাপ দল : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রাকর, অরুন্ধতি রেড্ডি, রেণুকা সিং, দয়ালন হেমালথা, শোভানা আশা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সজীবন সাজনা।
রিজার্ভ: উমা চেত্রি, তনুজা কানওয়ার, সাইমা ঠাকুর।