প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। তবে কোম্পানিটি আগামীতে ব্যবসা বৃদ্ধি করবে। তখন আয় বাড়বে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা এ.বি.এম হাসাংগীর।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৪) শেয়ারপ্রতি আয় হয়েছে দশমিক ১৭ টাকা। এর আগের বছরে একই সময়ে যা ছিল দশমিক ২৭ টাকা। বছরের ব্যবধানে কোম্পানির আয় কমেছে দশমিক ১ টাকা। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৪) কোম্পানির আয় হয়েছে দশমিক ৭৫ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ১ দশমিক ০৮ টাকা। বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে দশমিক ৩৩ টাকা।
এদিকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের আয় কমলেও প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানির এনএভি হয়েছে ২১ দশমিক ৪১ টাকা। এর আগের বছরের একই সময়ে কোম্পানির এনএভি ছিল ২০ দশমিক ৬২ টাকা। বছরের ব্যবধানে এনএভি বেড়েছে দশমিক ৭৯ টাকা।
এ.বি.এম হাসাংগীর জবাবদিহিকে বলেন, কোম্পানি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ২০ কোটি টাকার মতো বিমা দাবি পরিশোধ করেছে। ফলে আয় কমে গিয়েছে। তবে আগামীতে কোম্পানির ব্যবসার পরিধি বাড়ানো হবে। তখন আয় বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, বিমা দাবি পরিশোধের ব্যাপারে আমাদের একটা সুনাম রয়েছে। আমরা সব সময় চেষ্টা করি কষ্ট হলেও গ্রাহকের বিমা দাবি দ্রুত পরিশোধ করার জন্য।
কোম্পানি সূত্রে আরো জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী মাসের ৩০ তারিখে। এর আগের বছর (৩১ ডিসেম্বর ২০২২) কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছিল; যার মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ)।
সূত্রটি বলছে, গত এক মাসে কোম্পানির শেয়ার দর কমেছে ১ দশমিক ২ টাকা। গত ২৪ জুলাই সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩১ দশমিক ৫ টাকা। আর গতকাল শেয়ার দর দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩ টাকা।
সূত্রমতে, সোনার বাংলা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪২ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৩ হাজার ৫১৭টি; যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩৯ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৫০ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
উল্লেখ্য, সোনার বাংলা ইন্স্যুরেন্স গত ৬ বছর ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে আসছে।