মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
এমবাপ্পে প্রসঙ্গে বিরক্ত লুই এনরিকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ করে কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের। গত কয়েক বছর ধরে মাঠ ও মাঠের বাইরে আলোচনার অন্যতম বিষয় ছিল এমবাপ্পের দলবদল। বিশেষত, ফরাসি ক্লাব পিএসজির কোচ ও ঊর্ধ্বতনরা গণমাধ্যমের মুখোমুখি হলে এমবাপ্পেকে নিয়ে করা প্রশ্নের জবাব দিতেই হতো।

ক্লাব ছেড়ে মাদ্রিদে যাওয়ার পর ম্যাচ খেলেছেন এমবাপ্পে। করেছেন গোল, জিতেছেন শিরোপা। অথচ, এমবাপ্পের এমন সাফল্য নিয়ে প্রশ্ন করা হয় তার সাবেক ক্লাব পিএসজির কোচ লুইস এনরিকেকে! পুরোনো শিষ্যকে নিয়ে এখনও প্রশ্ন করায় রীতিমতো বিরক্তই হন এনরিকে। বলে বসেন, ‘আমি এসব খেয়াল করি না।’

গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে—নতুন ক্লাবে এমবাপ্পের সাফল্য কেমন লাগছে, এমন প্রশ্ন করা হয় এনরিকেকে। এনরিকে তখন বলেন, ‘এখনও ওসব নিয়ে পড়ে আছেন? সে তো আর এখানে নেই। তাহলে কেন? আপনারা কি এখানে (ফ্রান্স) আছেন না কি স্পেনে? আমি আসলে অতকিছুতে নজর দেই না।’

প্রথমে রেগে গেলেও পরে অবশ্য এমবাপ্পেকে শুভেচ্ছা জানান এনরিকে। সাবেক শিষ্যের সফলতা কামনা করে এনরিকে বলেন, ‘তার জন্য সবসময়ই শুভকামনা। মাদ্রিদের হয়ে যেখানেই খেলুক, তার ভালোটা চাইব। শুধু, আমাদের (পিএসজি) বিপক্ষে ম্যাচ হলে যেন তারা(রিয়াল মাদ্রিদ) হেরে যায়।’

রিয়াল মাদ্রিদের জার্সিতে উয়েফা সুপার কাপে প্রথমবার মাঠে নামেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে মাদ্রিদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft