প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
হত্যা মামলায় গ্রেপ্তার দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ১০ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন।
এর আগে বেলা ৩ টা ৪০ মিনিটে তাদের কঠোর নিরাপত্তা বলয়ে রেখে আদালতে হাজির করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ গতকাল বুধবার রাতে টুকু, পলক ও সৈকতকে গ্রেপ্তারের কথা জানায়। বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরে তিনজনকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় পল্টন মডেল অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে।
তিনি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।