প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন তিনি।
এ বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপান, ভারত, জার্মান, ব্রিটিশ, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়শিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
উপদেষ্টার আগের ব্রিফিংগুলোতে তার টার্গেট ছিল ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, হত্যা তথা নিষ্ঠুরতার বিরুদ্ধে বিদেশি বন্ধু উন্নয়ন সহযোগীদের উদ্বেগ নিরসন।
তবে আজকের ব্রিফিংয়ের ধরন ছিলো সম্পূর্ণ ভিন্ন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানানো হয়।