মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
প্রগ্রেসিভ লাইফকে জহির উদ্দিনের পাওনা পরিশোধের নির্দেশ আইডিআরএর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. জহির উদ্দিনের অবসর পরবর্তী আর্থিক পাওনাদি পরিশোধের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মামলার শুনানীর সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশনা দিয়ে গত ২ জুলাই এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠিয়েছে আইডিআরএ।

এতে বলা হয়, কোম্পানির প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. জহির উদ্দিনের অবসর পরবর্তী আর্থিক পাওনাদি পরিশোধ না করার বিষয়ে গত ১১ জুন,২০২৪ ইং তারিখে শুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শুনানীতে কর্তৃপক্ষ কর্তৃক কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপোষ মিমাংসার ভিত্তিতে আগামী ১ (এক) মাসের মধ্যে জহিরের যুক্তিসঙ্গত আর্থিক পাওনাদি পরিশোধ করবে। জহির কোম্পানির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিবেন।

এছাড়া, অনতিবিলম্বে জহিরকে চাকুরি হতে অবমুক্তির সার্টিফিকেট প্রদান করতে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

শুনানীতে গৃহীত সিদ্ধান্ত যথাযথ পালনপূর্বক কর্তৃপক্ষ বরাবর অবহিত করার জন্য জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

জানা গেছে, আইন অনুযায়ী পদত্যাগে বাধ্য কিংবা চাকুরী অবসান করতে না পেরে এবং দরিদ্র জনগোষ্ঠীর টাকা আত্মসাৎ এর নিমিত্তে আইডিআরএর সদস্য লাইফ কামরুল হাসানের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় বেধড়ক মারধর ও হত্যার চেষ্টা করে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন। পরে কোম্পানিতে তাকে প্রয়োজন নাই মর্মে চাকুরী অবসান ঘটায় এবং আজ এক বছর পরিপূর্ণ হলেও ছাড়পত্রসহ আমার আইনানুগ দেনা-পাওনা বুঝিয়ে দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে গত বছরের ১২ জুলাই মামলা করেন জহির। গত ১১ জুলাই এ মামলার শুনানী ছিলো। আইডিআরএ-এর এই সিদ্ধান্ত প্রগ্রেসিভ লাইফের জাল সার্টিফিকেটধারী এমডি সাইদুল আমিন মানছেন না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft